• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১১:২৭ এএম
আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের টিকার আওতায় আনতে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। 

শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শামসুল হক বলেন, “এ ক্যাম্পেইনেও আগের মতোই গ্রামের মানুষকে টিকা দেওয়া হবে। ইতোমধ্যেই আমাদের টিকা কার্যক্রম চলছে। এখন আরেকটু জোরালোভাবে করা হচ্ছে। এজন্য  প্রতিটি কেন্দ্রেই আমরা টিকাসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছি।”

শামসুল হক বলেন, “কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এই বিশেষ টিকাদান ক্যাম্পেইনে অন্তত এক হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এছাড়া নিবন্ধন করেছেন এমন আঠারোর্ধ্ব সবাইকে এ ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে।”

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য আরও বলেন, “যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি তারাসহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। তবে এ ক্যাম্পেইনেও সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

গত ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়। তখন প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত ৫০০ মানুষকে টিকা দেওয়া হয়।
 

Link copied!