• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়র‍‍`স স্কলারশিপ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৫:৫৪ পিএম
‘শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়র‍‍`স স্কলারশিপ’

শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধূলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে সেসব মেধাবী শিক্ষার্থীদের 'ডিএনসিসি মেয়র'স স্কলারশিপ' দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বনানী মডেল স্কুলে 'বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী'র উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, “আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন গুরুজনদের সম্মান করেন, সেটিকে অনুসরণ করে গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে। আর  ছোটদেরকে ভালোবাসতে হবে ও স্নেহ করতে হবে।”

ঢাকা উত্তর সিটির মেয়র আরও বলেন, “কেউ যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।”

এ সময় মেয়র উপস্থিত শিক্ষার্থীদের বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।

মেয়র আতিক বলেন, “বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।”

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কেক কাটেন এবং স্কুলে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরি উদ্বোধন করেন।

এছাড়া শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য মেয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বনানী মডেল স্কুল মাঠের ময়লা পরিষ্কার করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম জাহান শিলা, জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ঢাকা-৩ এবং শেখ ফজলে ফাহিম প্রেসিডিয়াম সদস্য আওয়ামী যুবলীগসহ ডিএনসিসির কাউন্সিলররা।

Link copied!