• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষার্থীদের ২য় ডোজের টিকা শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০২:০৭ পিএম
শিক্ষার্থীদের ২য় ডোজের টিকা শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) থেকে রাজধানীর ৯টি কেন্দ্রে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়। প্রথম ডোজ  গ্রহণকারী শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ টিকা পাবেন। পাশাপাশি প্রথম ডোজের টিকা কার্যক্রমও চলবে। 

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ২৪৫ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করে। 

৩১ জানুয়ারি শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন প্রয়োগ শেষ হবে। স্কুলের আইডি কার্ড দেখিয়ে ভ্যাকসিন নিতে পারছে শিক্ষার্থীরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে অন্তত এক ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, তিন উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারির মধ্যে, ১৫ উপজেলায় ২২ জানুয়ারির মধ্যে, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারির মধ্যে এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

Link copied!