• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষার্থীদের অবরোধে অচল তেজগাঁও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১২:৩৯ পিএম
শিক্ষার্থীদের অবরোধে অচল তেজগাঁও
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে দুই দফা দাবিতে ময়মনসিংহ রোড অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে তেজগাঁও এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে অবরোধে নামেন শিক্ষার্থীরা। 

তাদের দাবি দুটি হলো বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ এবং করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আগামী ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে আবারও বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে। তাই আমরা দাবি জানাচ্ছি, যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে যেন অনলাইনে পরীক্ষা নেওয়া হয়।”

মহামারি করোনার কারণে আমাদের সময় নষ্ট হয়েছে। আমরা আর সময় নষ্ট করতে চাই না বলে জানান তারা।

এছাড়া ফুটওভারব্রিজের দাবি প্রসঙ্গে ওই শিক্ষার্থী বলেন, “কিছুদিন আগে রাস্তা পারাপারের সময় আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছি।”

ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার কাজী মিজানুর রহমান বলেন, “টেক্সটাইলের শিক্ষার্থীরা আধা ঘণ্টার বেশি সময় ধরে তাদের ক্যাম্পাসের সামনে দুই পাশের সড়ক বন্ধ করে অবস্থান করছেন। যে কারণে দুই পাশে যান চলাচল বন্ধ আছে। তবে আমরা এই সড়কে চলাচলকারী গাড়িগুলোকে বিভিন্ন পয়েন্ট থেকে ডাইভারশন দিয়ে দিচ্ছি। আর শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।”

এদিকে সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ময়মনসিংহ রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার অন্যান্য রোডেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

Link copied!