শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভিড় করছে হাজারো মানুষ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।