• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শরিফের বিরুদ্ধে ৩টি বিভাগীয় মামলা রয়েছে : দুদক সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৪:৪৪ পিএম
শরিফের বিরুদ্ধে ৩টি বিভাগীয় মামলা রয়েছে : দুদক সচিব
ছবি: সংগৃহীত

উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন।
 
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দুদক সচিব বলেন, “প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। তিনি চাকরি বিধি-বিধানের বাইরে গিয়ে অনেক অপকর্ম করেছেন। তাকে দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর ৫৪ (২) বিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে। চাকরি বিধিমালায় ৫৪ (২) বিধিতে কোনো কারণ দর্শানো ছাড়াই অপসারণের বিধান রয়েছে।”

এছাড়া শরীফ উদ্দিন দুদকের নির্দেশিকা অনুসরণ করতেন না। তাই তাকে চাকরি বিধিমালা মেনেই অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

শরীফ উদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান রয়েছে। পাশাপাশি অনেকগুলো অভিযোগ এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে ১৬ ফেব্রুয়ারি উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। পরদিন ১৭ ফেব্রুয়ারি শরিফ উদ্দীনকে চাকরিতে বহালের দাবিতে সচিব বরাবর স্মারকলিপি দেন তার সহকর্মীরা। একই সঙ্গে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

Link copied!