• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নিরাপদ সড়ক আন্দোলন

লাইসেন্স না থাকায় পুলিশের গাড়ির বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০২:১৬ পিএম
লাইসেন্স না থাকায় পুলিশের গাড়ির বিরুদ্ধে মামলা

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের একটি গাড়ি ঘণ্টাখানেক আটকে রাখেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠির আঘাতে এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠছে।

আহত শিক্ষার্থী মো. আব্দুর রহমান রাফি খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে যায় এবং রক্তক্ষরণ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের গাড়িটির কাগজপত্র ছিল না। শিক্ষার্থীরা গাড়িটির কাগজপত্র দেখতে চাইলে পুলিশ সদস্যরা বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এতে পুলিশের লাঠি জাতীয় কিছুর আঘাতে ওই শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় পুলিশের ওই গাড়িটি ঘণ্টাখানেক আটকে রাখেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা পুলিশ কর্মকর্তাদের সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলেন এবং কাগজপত্র না থাকা গাড়িটির বিরুদ্ধে মামলা দেওয়ার দাবি জানান। পরে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং গাড়িটির বিরুদ্ধে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়।

abdur

এছাড়া আহত হওয়া শিক্ষার্থীকে রামপুরা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থী মো. আব্দুর রহমান রাফি সংবাদ প্রকাশকে বলেন, “পুলিশের গাড়িটির কাগজপত্র দেখতে চাইলে পুলিশ সদস্যরা খারাপ ব্যবহার করেন এবং শিক্ষার্থীদের সরানোর জন্য লাঠিজাতীয় কিছু দিয়ে আঘাত করেন। এ সময় ধারালো কিছুর আঘাতে আমার হাত কেটে যায়। যদিও পরে তারা সেখানে ব্যান্ডেজ করে দিয়েছেন।”

রাফি আরও বলেন, “আমরা যখন মোটরসাইকেল বা অন্য গাড়ি নিয়ে রাস্তায় বের হই, তখন পুলিশ মামলা দেয়। অথচ তাদের গাড়ির কাগজপত্র নেই। এটা তো হতে পারে না। তাই গাড়িটি শিক্ষার্থীরা আটকে রেখেছে।”

এদিকে ঘণ্টাখানেক আটকে রাখার পর পুলিশর গাড়িটির বিরুদ্ধে মামলা দেওয়া হলে শিক্ষার্থীরা সেটি ছেড়ে দেন।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান সংবাদ প্রকাশকে বলেন, “এটি এমটি সেকশনের সরকারি গাড়ি। যখন যার প্রয়োজন ব্যবহার করেন। গাড়ির অন্য কোনো সমস্যা ছিল না। চালকের লাইসেন্সের মেয়াদ এক বছর উত্তীর্ণ ছিল। চালক সেটি নবায়ন করার জন্য আবেদন করেছেন। তারপরও শিক্ষার্থীরা গাড়িটি আটকানোয়, ট্রাফিক সার্জেন্ট পাঁচ হাজার টাকার মামলা দিয়ে সমস্যার সমাধান করেছেন।”

এর আগে নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Link copied!