• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লরির চাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:১৭ এএম
লরির চাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির চাপায় মাহাদি হাসান লিমন (২১) নামের এক বাইকচালকের মৃত্যু হয়েছে। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিমানবন্দর থানার উপপরিদর্শক আসাদ শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপপরিদর্শক আসাদ শেখ বলেন, “শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লিমনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

আসাদ শেখ আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম লিমন। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে যান। তবে লরিটি আটক করে আমরা থানায় নিয়ে এসেছি। চালককে আটকের চেষ্টা চলছে।”

নিহত লিমন জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানান তিনি। 

এর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এরপর রামপুরায় দুই বাসের রেষারেষিতে নিহত হয়েছেন এসএসসির ফলপ্রত্যাশী দুর্জয়।

Link copied!