• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোগী দেখতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০১:৩৪ পিএম
রোগী দেখতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

রোগী দেখতে এসে নিজেরাই লাশ হয়ে ফিরলেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়। 

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত হয়েছেন শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার শাকিরা (৬) এবং অটোরিকশার চালক রফিক (৪২)।

মৃত শারমিনের ভাই তানভীর জানান, নিহতদের বাড়ি বরিশালের উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বাবা ও বোন বাড়ি থেকে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার জন্য। সকালে তারা বরিশাল থেকে লঞ্চে সদরঘাটে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, নিহত তিন ব্যক্তি সকালেই বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসেন। সদরঘাট থেকে সিএনজি নিয়ে মাতুয়াইল যাচ্ছিলেন। পথে একটি বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজির সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই বিশ্বজিৎ সরকার।

Link copied!