নির্বাচন কমিশন পুর্নগঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে তরিকত ফেডারেশন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা।
এছাড়া আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন তারা।