• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গণতন্ত্রী পার্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৬:৫১ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গণতন্ত্রী পার্টি

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিয়েছেন গণতন্ত্রী পার্টির নেতারা।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাত সদস্যবিশিষ্ট একটি টিম নিয়ে বঙ্গভবনে উপস্থিত হন গণতন্ত্রী পার্টির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আরশ আলী।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছে দলটি।

এ সময় পার্টির প্রেসিডেন্টসহ সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন দলটির মহাসচিব ডা. শাহাদাত হোসেন।

এছাড়াও দলটির আরও পাঁচ নেতা সংলাপে অংশ নিয়েছেন।

Link copied!