• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাবিতে কমেছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সংখ্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১২:১৮ পিএম
রাবিতে কমেছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সংখ্যা

উচ্চশিক্ষায় সরকারের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২৮ জন শিক্ষার্থী, যা আগের বছরের চেয়ে ৬৫ জন কম। গত বছর এ সংখ্যা ছিল ২৯৩ জন। এ বছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির সঙ্গে গত বছরের তথ্য তুলনা করে এ চিত্র দেখা যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে সারা দেশের ৬৭১ শিক্ষার্থীর মধ্যে রাবির ৭২ শিক্ষার্থী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মোট ৮৪৭ শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়টির ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন ফেলোশিপ পেয়েছেন। সে হিসেবে মোট এ বছর নতুন করে পেয়েছেন ২১৬ জন শিক্ষার্থী। আর আগের বছরের ফেলোশিপ নবায়ন হওয়া শিক্ষার্থীদের তালিকায় ৮০ জনের মধ্যে রাবির ১২ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থীকে ফেলোশিপ দেয় সরকার। এর আওতায় গবেষণা সহায়তা পাওয়া একজন এমএস শিক্ষার্থী ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক (প্রথম বর্ষ ৬৮ হাজার ৪০০ টাকা, দ্বিতীয় বর্ষ ৯৯ হাজার টাকা) এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান।

দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দিয়ে আসছে সরকার।

Link copied!