শারীরিক জটিলতা অনেকখানি কেটে গেছে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের। চিকিৎসকের পরামর্শে তাই তাকে রাজশাহীর নিজ বাসায় নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্যরা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
হাসান আজিজুল হকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান বলেন, “চিকিৎসকের পরামর্শে আমরা বাবাকে বাসায় নিয়ে যাচ্ছি। পুরোপুরি সুস্থ না হলেও এই মুহূর্তে গুরুতর কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করতে হবে। বাসায় রেখেই আমরা সেসব পরীক্ষার ব্যবস্থা করব।”
ইমতিয়াজ হাসান জানান, দীর্ঘদিন ধরে হাসান আজিজুল হকের বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে।
২১ আগস্ট হাসান আজিজুল হককে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় প্রফেসর আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে ৫ সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
২১ আগস্ট সকালে হাসান আজিজুল হককে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে হৃদযন্ত্রের সমস্যা তেমন গুরুতর না হওয়ায় ও শারীরিক অন্য জটিলতা থাকায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।