• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০১:৩২ পিএম
রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মতিঝিল, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে নটর ডেম কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর তারা গুলিস্তান জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। ধীরে ধীরে তাদের সমাবেশ আরও বড় হয়। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও।

students

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, গাড়িচাপায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রস কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর শান্তিনগর মোড়ে ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!