রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকার রয়েল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ইউনিট সংখ্যা আরও দুটি বাড়ানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসলামপুর এলাকার ৪ নম্বর আহসানউল্লাহ রোডের (নবাববাড়ি) রয়েল টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস টিম কাজ করছে।”
তবে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি।