• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন শনাক্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১২:৫৯ পিএম
রাজধানীতে ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন শনাক্ত

রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষায় ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিডিডিআরবি জানুয়ারির প্রথম দুই সপ্তাহে রাজধানীতে করোনা আক্রান্ত ৩৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা করেছে। নমুনা পরীক্ষায় ২৬০ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, যা ৬৯ শতাংশ। নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, রাজধানীতে ওমিক্রনের কমপক্ষে তিনটি উপধরন ছড়িয়ে পড়েছে।

আইসিডিডিআরবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করোনার আলফা ধরনের আধিপত্য ছিল। মার্চেই বেটা ধরন শনাক্ত হয়। পরে মে মাসের মধ্যে বেটা ধরনে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব ধরনকে ছাড়িয়ে যায়। মে নাগাদ শনাক্ত হয় ডেল্টা ধরন। এর পর থেকেই জুন পর্যন্ত ধরনটির আধিপত্য চলে।

Link copied!