রাজধানীর মগবাজারে মো. সোহার্দ্য রহমান মুহূর্ত (১৬) নামেরে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার বলছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. সোহার্দ্য রহমান মুহূর্ত সরকারি বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মগবাজারের আমবাগান এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
নিহতের বাবা জিল্লুর রহমান বলেন, “সকালে ছেলেকে বাসায় একা রেখে মেয়ের স্কুলে যায় তার মা মুন্নি বেগম। পরে স্কুল থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখে। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত রয়েছে সোহার্দ্য। পরে আমি খবর পেয়ে বাসায় আসি। এ সময় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
জিল্লুর রহমান বলেন, “আমার ছেলে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমি তাকে ডাক্তার দেখিয়েছি। আজ বাসায় একা থাকায় সে গলায় ফাঁস দেয়।”
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”