• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, তবে ...


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১১:৪৮ এএম
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, তবে ...

শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছে বাস মালিক সমিতি। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার (১ ডিসেম্বর) থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে। তবে সরকারি বা ঐচ্ছিক বা অন্যান্য ছুটির দিন হাফ ভাড়া কার্যকর থাকবে না। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই হাফ ভাড়া কেবল রাজধানী ঢাকার জন্য প্রযোজ্য। রাজধানীর বাইরে দেশের অন্য কোথায় হাফ ভাড়া কার্যকর হবে না।ঢাকার বাইরের জেলাগুলোতে শিক্ষার্থীরা বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।

হাফ ভাড়া দেওয়ার সময় শিক্ষার্থীদের স্ব-স্ব প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “আমরা দফায় দফায় সভা করেছি। গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করেছি। ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে।”

সব পরিবহনের মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্ত কার্যকর করারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান হিরুসহ আরো অনেকে।

Link copied!