রাজধানীর বনানীর কড়াইল এলাকায় পিকআপের ধাক্কায় নূর মোহাম্মদ নুরাজ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিকেল পৌনে ৫টায় নুরাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশু নুরাজের মামা সুজন বলেন, “কড়াইল বস্তি এলাকায় আমাদের বাসা। দুপুরে আমার ভাগ্নে বাসার সামনের রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় আহত হয়। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নুরাজের বাবার নাম ইউনুছুল হক বলেও জানান সুজন। তাদের গ্রামের বাড়ি শেরপুরে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করা হয়েছে।