• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে এক নার্সের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৫:২০ পিএম
রাজধানীতে এক নার্সের আত্মহত্যা

রাজধানীর বড় মগবাজার এলাকায় মোছা. সেলিনা খাতুন (২৫) নামের এক সিনিয়র নার্স আত্মহত্যা করেছেন। তিনি বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন।

রোববার (২৭ মার্চ) ভোররাতে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বলেন, “আমরা ৯৯৯ এ খবর পেয়ে বড় মগবাজারের একটি বাসায় গিয়ে দরজা ভেঙে সেলিনার মরদেহ উদ্ধার করি।”

অনাথ মিত্র আরও বলেন, “বাসার মালিক আক্তার হোসেনের কাছে থেকে জানতে পারি, তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসার এক রুম ভাড়া নেন তারা। গত রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেন সেলিনা। তার স্বামী জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

এসআই অনাথ মিত্র বলেন, “নিহতের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার মশিন্দা গ্রামে। বর্তমানে তিনি বড় মগবাজারের একটি বাসায় ভাড়া থাকতেন।”

Link copied!