করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ সভায় নতুন ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, “করোনা প্রতিরোধে জনসমাগম কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ থাকা যাবে না। যারা অংশ নেবে, তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট থাকতে হবে।”
এছাড়া ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সব স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে সরকার। তবে সারা দেশের বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সরকারের ১১ দফা বিধিনিষেধ জারি রয়েছে। এর মধ্যেই নতুন নির্দেশনা জারি করল সরকার।