বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের ২৫ লাখ টিকা দেশে আসছে আগামী শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ তথ্য জানান এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে।”
এ কে আব্দুল মোমেন আরও বলেন, “চীনের সিলভার মেট্রিকের টিকা খুব দ্রুত চলে আসবে।”
শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছুবে। কোভ্যাক্স থেকে টিকা পাঠানো সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। কোভ্যাক্স থেকে আমাদের মোট জনসংখ্যার ২০ শতাংশ টিকা দেওয়ার কথা। প্রায় ৭ কোটি ডোজ (৬ কোটি ৮০ লাখ)।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়ার জন্য অন্যান্য যে প্রস্তুতি আমরা নিব, টিকা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তাও করব। এটা খুবই ভালো খবর এই মুহূর্তে।