রাজধানীর পার্শ্ববর্তী দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে বাবু (২৭) নামের অপর এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তবে বাবু চিকিৎসাধীন রয়েছে।
নিহত আমিনুল হাজারীবাগের মডেল টাউন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।”
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।