সারা দেশের বিভিন্ন জেলায় চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, তাড়াশ, সৈয়দপুর, যশোর, চুয়াডাঙ্গা, বরিশালসহ অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের অন্যান্য জায়গায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
দেশের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। নদী তীরের এলাকাগুলোসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন বৃষ্টি হচ্ছে। কিন্তু আগামী কয়েক দিন তেমন কোনো সম্ভাবনা নেই।