• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মুরাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১২:০৬ পিএম
মুরাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন

খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।

মামলার অপর আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকালকে শুনানি অনুষ্ঠিত হবে।

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন মুরাদ হাসান। পরে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি।

বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন। কিন্তু কানাডায় প্রবেশ করতে ব্যর্থ হন তিনি। 

Link copied!