• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১০:৪৮ এএম
মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন প্রিয়াংকা (৩২) ও তার শিশু সন্তান অরূপ (৫)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রথমেই মারা যায় শিশু সন্তান ও পরে মারা যান তার মা প্রিয়াঙ্কা। এ ঘটনায় সুধাংশু বৌদ্ধ ও শাশুড়ি শেফালী রাণী বারৈ চিকিৎসাধীন।

এর আগে সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্নাঘরে বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা তারা চারজনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, বিস্ফোরণে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলা চালু করা ছিল। ফলে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সে কারণেই দিয়াশলাই জ্বালানোয় বিস্ফোরণ হয়।

Link copied!