• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেছেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১২:৫৬ পিএম
মারা গেছেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম মারা গেছেন। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল ইসলামের ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ও রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। 

এর আগে শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর বলেছিলেন যে তার বাবা অতিমাত্রায় দুশ্চিন্তা ও বিশ্রামহীনতার কারণে হঠাৎ স্ট্রোক করেন। 

Link copied!