ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগের মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলার অভিযোগ গ্রহণের ওপর শুনানির কথা রয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আদালতে হাজির হন পরীমনি। অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিও আদালতে উপস্থিত আছেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জানা রিফাত সুরভী জানান, পরীমনি যে মামলাটি দায়ের করেছিল সেই মামলায় মাত্র তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়নি।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।
গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতনামা আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।