রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এর মধ্য দিয়ে এই মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হলো। এ মামলায় পরবর্তী শুনানি ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে অভিযোগ গঠনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করে দেন বিচারক।
এই মামলায় রোববার (২ জানুয়ারি) হাজিরা দেন পরীমনি। ওই দিনই অভিযোগ ওঠনের ওপর শুনানির হওয়ার কথা ছিল। সেদিন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানের মৃত্যুতে তার সম্মানে বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি হয়নি। আদালত ৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করে দেয়।
এর আগে গত বছরের ৪ আগস্ট বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। বাহিনীটি জানায়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এরপর পরীমনিসহ আরও দুজনের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করে র্যাব। এই মামলায় কয়েক দফায় পরীমনিকে রিমান্ড শেষে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করলে কারামুক্ত হন পরীমনি।