দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে। আগামী ২৬ মার্চ থেকে সব ট্রেন চলাচলের বিষয়ে আলোচনা চলছে।
সার্বিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী রোববার (২০ মার্চ) আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে রেল মন্ত্রণালয়। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে সূত্র বলছে, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ট্রেন চলাচলের বিষয়ে ‘কোভিড প্রটোকল’ পাঠিয়েছে। রোববারের বৈঠকে আলোচনা হবে বাংলাদেশের ‘কোভিড প্রটোকল’ কী হবে।
বর্তমানে বাংলাদেশ রেলের কোচের কিছুটা সংকটে আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ভারতীয় কর্তৃপক্ষ কোচ দিয়ে দুই দেশের ট্রেন চালুর আশ্বাস দিয়েছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, “ভারত মঙ্গলবার (১৫ মার্চ) চিঠি দিয়েছে। রেলসচিবের নেতৃত্বে রোববার আন্তমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় রেলকে জানিয়ে দেওয়া হবে।”
২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। মহামারির পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। এখন করোনা নিয়ন্ত্রণে আসায় পুনরায় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে।