চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩৯টি কোম্পানি। এসব কোম্পানির ৭৩ কোটি ৮৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৮১ হাজার ২৪৮টি শেয়ার ১০৮ বার হাতবদল হয়েছে।
এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৩৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। যা ৪৩টি ট্রেডে ১৬ লাখ ৮৬ হাজার ১০০টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৩৮ হাজারটি শেয়ার।