• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ফরচুন সুজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:৩১ পিএম
ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩৫টি কোম্পানি। এসব কোম্পানির ৬৯ কোটি ৭৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৫৯ লাখ ৯৯ হাজার ৫২টি শেয়ার ৮১বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ৯২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ১৮টি ট্রেডে ৩২ লাখ ৭২ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এটির শেয়ার লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২ হাজার ৯৫৯টি শেয়ার।

Link copied!