• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বুস্টার ডোজ নিয়েছেন ১০ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১১:২১ এএম
বুস্টার ডোজ নিয়েছেন ১০ জন

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশে ১০ জন ব্যক্তি করোনার বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রত্যেককে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ দশ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ৪ জন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে এদিন প্রথম ডোজ টিকা দেওয়া হয় ১ লাখ ৫৭ হাজার ৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৩৬ জন শিক্ষার্থীকে। 

এদিকে মঙ্গলবার দেশে ৪ লাখ ৮৬ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। একইদিন দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ২০২ জন।

সব মিলিয়ে দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪২৫ জন।
 

Link copied!