• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর মৃত্যু, বাবা-মা আইসিউইতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:৫২ এএম
বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর মৃত্যু, বাবা-মা আইসিউইতে

মুন্সিগঞ্জের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ দুই ভাই-বোন মারা গেছে। অন্যদিকে তাদের বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে তাদের মৃত্যু হয়। মৃত দুই ভাই-বোন হলো ইয়াছিন (৫) ও নোহর (৩)। 

আইসিউইতে রয়েছেন দুই শিশুর বাবা-মা কাউছার (৩৬) ও শান্তা (২৩)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজিব খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজিব খান জানান, দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শিশুর বাবা কাউছার ও মা শান্তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ইয়াছিনের শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বোন নোহরের শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটে। এতে অগ্নিদগ্ধ হন কাওছার, তার স্ত্রী শান্তা এবং তাদের দুই শিশু ইয়াছিন, নোহর।

Link copied!