• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিদেশে লবিস্ট নিয়োগে বিএনপির বিচার দাবি তথ্যমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:১২ পিএম
বিদেশে লবিস্ট নিয়োগে বিএনপির বিচার দাবি তথ্যমন্ত্রীর
ফাইল ছবি

বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগসংক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি জনগণের সামনে তুলে ধরার পর দলটি চুপ হয়ে গেছে। তাই বিএনপির বিচার হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, “এমন ঘটনা ইউরোপের কোনো দেশে হলে তার বিরুদ্ধে মামলা হতো ও তার বিচার হতো। তবে দেশকে সাহায্য বন্ধ করা ও দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য বিএনপির মহাসচিব ও তাদের দলের বিচার হওয়া দরকার।”

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না। তাই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ কারো নেই।”

মন্ত্রী বলেন, “আসলে জনগণের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। তাদের মূল কাজই হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র করা। নির্বাচনে অংশ না নেওয়ার পুরোনো রাজনীতি শুরু করেছে বিএনপি।”

Link copied!