বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ রোববার (ফেব্রুয়ারি) বন্ধ থাকবে।
সকালে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, “বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে, আমাদের একজন কলিগ (সহকর্মী) এফ আর এম নাজমুল আহাসান গত শুক্রবার ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আজকের জন্য বন্ধ রাখা হলো।”
প্রথমে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আপিল বিভাগে বলেন, গত শুক্রবার মাননীয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। এতে আমরা সবাই শোকাহত। আমি তার সম্মানে আজকে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার জন্য জন্য প্রার্থনা করছি। কারণ এর আগে কোনো সিটিং জাজ মারা গেলে তার সম্মানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা আমাদের দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে।
আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস বলেন, “এর আগে আরেকজন কর্মরত বিচারপতির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।”
জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে এ রীতি চলে আসছে। মনে হয় এ ক্ষেত্রেও এটি হওয়া উচিত। এ রীতি রক্ষা করা উচিত।”