প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আসলে নির্বাচন চায় না, তারা নির্বাচনের অর্থ বোঝে না। তারা ভোট চুরি করতে জানে, কিন্তু জনগণের ভোট নিতে জানে না।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে শপথ অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয়, চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, যাদের নেতা ফিউজিটিভ, সেই দলকে জনগণ কেন ভোট দেবেন? সেই দল ভোটের আশা করে কীভাবে?”
শেখ হাসিনা বলেন, “জনগণের কাছে ভোট চাওয়ার অভ্যাস যাদের ছিল না, বরং কেড়ে নেওয়া, চুরি করা তাদের অভ্যাস ছিল। কাজেই গণতন্ত্রের অর্থ তারা বোঝে না, জনগণের অধিকারের অর্থ তারা বোঝে না, সেই শিক্ষা তাদের নেই। ‘তারা বোঝে সন্ত্রাস, তারা বোঝে দুর্নীতি, তারা বোঝে জঙ্গিবাদ। তারা বাংলাভাই সৃষ্টি করতে পারে, তারা মানুষ হত্যা করতে পারে।”
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের আস্থা বিশ্বাস নিয়েই আমরা সরকারে আছি। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে একটানা ১৩ বছরে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। যার ফলে দেশে আজকে উন্নতি হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।”
নাসিক নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী, “উন্নয়নের যে গতিধারা আমরা সৃষ্টি করেছি, সেটা যেন কখনো ব্যাহত না হয়। কারণ নারায়ণগঞ্জ ঢাকার পাশে এবং নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর। নারায়ণগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে অনেক পরিকল্পনা আমরা নিয়েছি। অনেক প্রজেক্ট আমরা দিয়েছি। সেগুলো যেন যথাযথভাবে পালন করা হয়।”