• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:১৫ পিএম
‘বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না’

বিএনপি দেশের আইন-আদালতের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবনে ভার্চুয়ালি ব্রিফিংয়ে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।”

এ সময় মির্জা ফখরুলের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “সরকার যদি অবৈধই হয়, তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন? এ সরকার অবৈধই-বা কী করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।”

হাফ ভাড়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন।”

Link copied!