• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির মশাল মিছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:৩৫ পিএম
বিএনপির মশাল মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ ও মুক্তি দেওয়ার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এ মিছিল হয়। এতে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মশাল মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে যুগ্ম-মহাসচিব সোহেল বলেন, “দেশনেত্রী খালেদা জিয়াকে যদি বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তাহলে আজ যে আগুন মশালে জলছে, সে আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। সে আগুনে অবৈধ ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে।”

Link copied!