• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাসে চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতন করা ডাকাতরা গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৯:৫২ পিএম
বাসে চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতন করা ডাকাতরা গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ অন্য যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
 
রোববার (৩০ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির জানায়, গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠার পর ভয়াবহ ডাকাতদলের কবলে পড়েন একজন চিকিৎসক ও অন্য যাত্রীরা। এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি অন্য এক আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ পুরো ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশ।

এ বিষয়ে আগামীকাল সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

Link copied!