• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:২৬ পিএম
বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারার কে ব্লকের ৬ নম্বর রোডের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। 

তারা হলেন আশিক সাদেক ও জিসান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “বারিধারা কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির নিচতলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সৃষ্ট আগুনে দুজন দগ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, “দগ্ধদের মধ্যে আশিক সাদেক ওই বাড়ির মালিক বলে পুলিশ জানতে পেরেছে। ওই বাড়ির নিচতলায় মেরামতের কাজ চলছিল। পরে দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”

Link copied!