• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:৪৭ পিএম
বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

বুধবার (২১ জুলাই) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। দিনের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

রোববার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০.৪৫ মিনিটে। 

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Link copied!