• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাবা-মার কাছে ফিরতে চায় পূর্ণিমা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ১১:৫৪ এএম
বাবা-মার কাছে ফিরতে চায় পূর্ণিমা

রাজাধানীর সাভার থেকে পূর্ণিমা নামের ৫ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। 

রোববার(২০ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানা উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৌদ্ধ এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর মহল্লার তরাপুর মাঠের মসজিদের পাশ থেকে এক নারী ওই শিশুকে উদ্ধার করেন। তার পরনে গোলাপি রঙের গেঞ্জি ও হাফ প্যান্ট।

শিশুটির বাবার নাম স্বপন। তবে তার বিস্তারিত পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে পারেনি পূর্ণিমা। 

এ বিষয়ে সাভার মডেল থানা উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৌদ্ধ জানান, শিশুটির বয়স আনুমানিক ৫ বছর হবে। সে তার নাম ও তার বাবার নাম নিশ্চিত করেছে। তবে বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার পরিবারের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

Link copied!