• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাপেক্সের সাবেক ডিজিএম ও তার স্বামীর বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৬:৩৪ পিএম
বাপেক্সের সাবেক ডিজিএম ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাবেক উপ-মহাব্যবস্থাপক নাজমা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মাে. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। 

জানা গেছে, প্রথম মামলায় বাপেক্সের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) নাজমা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৮৩ লাখ ৮৬ হাজার ৫০৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৯৩ টাকার স্থাবর সম্পদের তথ্য গােপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। যা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। 

এছাড়া দ্বিতীয় মামলায় নাজমার স্বামী আহসানুল বাশারের বিরুদ্ধে ৫০ লাখ ৬৫ হাজার ১৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলা দুটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় করা হয়েছে। 

Link copied!