• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্য মেলার শেষ দিন আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:২২ এএম
বাণিজ্য মেলার শেষ দিন আজ

সোমবার (৩১ জানুয়ারি) রাজধানী পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার মেলা আয়োজনের সময়সীমা বাড়ানো হয়নি। এদিকে মেলার শেষ দিন উপলক্ষে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে।

বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ বলেন, “যথাসময়েই সফলভাবে বাণিজ্য মেলা শেষ হয়েছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর যাতে না বাড়ে।”

এবারের বাণিজ্য মেলার আয়োজন নিয়ে আয়োজন ও ব্যবসায়ীরা অনেক খুশি বলেও জানিয়েছে সচিব ইফতেখার আহমেদ।

সচিব ইফতেখার আহমেদ বলেন, “নতুন পরিসরে নতুন জায়গায় আয়োজিত বাণিজ্য মেলা নিয়ে আয়োজক ও ব্যবসায়ীরা খুশি। অন্যবার ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর দাবি তুলে। এবার তারা আবেদন করেননি।”

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম ছিল। তাই টিকিট বিক্রিতেও লক্ষ্য পূরণ হয়নি। যে অর্থ খরচ করে ইজারা নেওয়া হয়েছে, তা-ও ওঠেনি।

নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার আয়োজন শুরু হয়। মাসব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি মোট ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন ছিল।

Link copied!