• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের অর্জন পুরো বিশ্বে স্বীকৃত : পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৮:৩৫ এএম
বাংলাদেশের অর্জন পুরো বিশ্বে স্বীকৃত : পররাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার ৫০ বছরের মধ্যেই বাংলাদেশের অর্জনকে পুরো বিশ্ব স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিলে এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত  এক অনুষ্ঠানে ড. মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বাংলাদেশের সামাজিক খাতের অর্জনও প্রশংসিত হয়েছে। মাত্র ৫০ বছরে বাংলাদেশের অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগপোযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।”

বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।”

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনের লাল সবুজের মহোৎসবের দশম দিন ছিল। খুলনা ও সিলেট বিভাগের ওপর ছিল এই দিনের আয়োজন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে সিলেট ও খুলনার শিল্পীরা গান ও নাচ পরিবেশ করেন।

১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’-এর ১১তম দিন হবে শনিবার (১১ ডিসেম্বর)। এই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান।

Link copied!