• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:২১ এএম
বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

বাংলাদেশকে প্রায় সাড়ে চার লাখ করোনার টিকা দেওয়ার কথা ছিল লিথুয়ানিয়ার। কিন্তু দেশটি এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেবে না লিথুয়ানিয়া। 

৩ মার্চ লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন।

লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। 

বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়। বাংলাদেশ, ভারতসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

Link copied!