বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ১৭ তলা ভবনটির ১৪ তলায় ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
মো. শাহজাহান শিকদার জানান, “আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস পেয়েছে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়।”
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “সন্ধ্যা পৌনে সাতটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।”