বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশি-বিদেশি প্রায় ২০০ দৌড়বিদ অংশগ্রহণ করেছেন।
সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রতিযোগিতায় ১০০ জন দৌড়বিদ ফুল ম্যারাথন এবং বাকিরা হাফ ম্যারাথনে অংশ নেন।
ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ছিল ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ছিল ২১ দশমিক ৩৯৭ কিলোমিটার।
রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২, গুলশান-১ হয়ে হাতিরঝিলে এসে এ ম্যারাথন শেষ হয়। মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, ফ্রান্স, স্পেন, আলজেরিয়ারসহ বিভিন্ন দেশের দৌড়বিদরা এ প্রতিযোগিতায় অংশ নেন। ম্যারাথনের আয়োজনের কারণে আজ (১০ জানুয়ারি) দুপুর পর্যন্ত হাতিরঝিলের সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা রেবেকা সুলতানা ঢাকা ম্যারাথনে অংশগ্রহণ করে বলেন, “গত বছরও আমি এই ম্যারাথনে অংশগ্রহণ করেছি, খুব ভালো লাগছে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ সবসময় অব্যাহত থাকুক। আর এমন প্রতিযোগিতায় সকলেই এগিয়ে আসুক।”
সাইফুল ইসলাম নামে আরেক প্রতিযোগী বলেন, “শরীরকে ফিট রাখার জন্য সবসময় আমাদের ব্যায়াম করা উচিত। আজকে এই ম্যারাথনে অংশগ্রহণ করে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।”
ইসমাইল হোসেন নামে অন্য প্রতিযোগী বলেন, “প্রতিবছরই আমি এই ম্যারাথনে আসি। সবাই এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার।”
জানা গেছে, অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে আছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
প্রসঙ্গত, এই ম্যারাথনে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স ব্রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) অনুমোদন পাওয়া গেছে।
অপরদিকে, ডিজিটাল ম্যারাথন চলবে ৭ মার্চ পর্যন্ত। গুগল প্লে-স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে এতে অংশ নিতে পারবেন দৌড়বিদরা। ইতোমধ্যে এজন্য প্রায় দেড় লাখ আবেদন পড়েছে। ১০ লাখ আবেদনকারী ডিজিটাল ম্যারাথনে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। কেবল দেশেই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিদেশেও এই ম্যারাথনের আয়োজন করা হবে।