• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তিতে ডাকটিকিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৮:৫১ পিএম
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তিতে ডাকটিকিট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিটসহ একটি প্রথম দিনের কভার ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ডাকটিকিট এবং ১০ টাকার প্রথম দিনের কভার ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। 

এ সময় একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।

জানা গেছে, ঢাকা জিপিও’র ফিল্যাটেলিক ব্যুরো থেকে এই ডাকটিকিট, প্রথম দিনের কভার ও ঢাকা কার্ড বিক্রয় করা হবে। এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতে পাওয়া যাবে।

এছাড়া প্রথম দিনের কভারের জন্য চারটি জিপিওতে বিশেষ ক্যান্সেলার ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।

Link copied!